• Skip to main content
  • Skip to primary sidebar

W3 Solutions Center

For success, choose the best.

ডোমেইন এবং হোস্টিং কেনার আগে যে সব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন!

February 25, 2020

ডোমেইন আর ডোমেইন হোস্টিং সম্পর্কে সাধারন ধারণা হয়তো আমাদের অনেকেরই আছে। এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করা যাক।

ডোমেইন বলতে আমরা কি বুঝি?

ডোমেইন বা ডোমেইন নেম হলো কোন সাইটের নির্ধারিত নাম বা পরিচয়। যে কোন সাইটের ডোমেইন নাম টা সম্পূর্ণ নতুন এবং ভিন্ন হতে হয়। কেননা কোন সাইটের প্রাথমিক পরিচয়পত্র বা ভিজিটিং কার্ড হলো এই ডোমেইন নেম। অর্থাৎ কোন ওয়েবসাইটের URL টাই তার ডোমেইন নেম।

নতুন একটি সাইট তৈরীর সময় সর্বপ্রথমে এর ডোমেইন নেমটা নির্বাচন করতে হয়। আপনার সাইটের প্রথম ইম্প্রেশন এবং সাইট র‍্যাংকিং এর জন্যও আপনার ডোমেইন নামটা সঠিকভাবে নির্বাচন করা খুব জরুরী।

ডোমেইন নেইম নির্বাচনের জন্য বিবেচ্য বিষয়গুলোঃ

  1. নামটি অবশ্যই ভিন্ন হতে হবে।
  2. খুব বড় ডোমেইন নাম নেয়ার চেয়ে ২/৩ শব্দের ডোমেইন নাম নেয়া ভালো।
  3. ডোমেইন নামের মাঝে কোন হাইফেন/যতিচিহ্ন, সংখ্যা ব্যবহার করা উচিত নয়।
  4. ডোমেইন নামটি পূর্বে ব্যবহৃত কিনা। আর ব্যবহার হয়ে থাকলেও তা কি ধরনের সাইটের জন্য ব্যবহার হয়েছিলো।
  5. (নতুন পর্যায়ে ফ্রেশ ডোমেইন নেম নিয়েই আগানো উচিত।)
  6. (Exact match domain) যে ডোমেইন নামটা আপনার এ্যাকশন কিওয়ার্ডের সাথে পুরোপুরি ম্যাচ হয় সেই নামগুলো এভয়েড করাই ভালো।

এখন আসি হোস্টিং এর বিষয়ে।

হোস্টিং হলো মূলত একটি ডিস্ক স্পেস। আমরা যেমন ল্যাপটপ/কম্পিউটারে বিভিন্ন ডিস্ক স্পেসে ফাইল বা ডাটাসমূহ সংরক্ষণ করে থাকি, ঠিক একইভাবে একটি ওয়েবসাইটের কন্টেন্ট, কোডগুলো রাখার জন্য নির্দিষ্ট স্পেস এর প্রয়োজন হয়। সেই স্পেসটাই হলো হোস্টিং বা সার্ভার।

সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ করলে তার সাথে সম্পর্কিত যে সাইট গুলো দেখানো হয়, সেই সাইটের মেইন URL হলো সাইটের ডোমেইন। এবং একটি সাইটে ক্লিক করে যেই সার্ভারে সাইটটির কন্টেন্ট শো করে তা ওই সাইটের হোস্টিং।

Primary Sidebar

Recent Posts

  • Link text (Internal/ Outbound or Backlink)
  • 7 Most Effective Digital Marketing Channels
  • ডোমেইন এবং হোস্টিং কেনার আগে যে সব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন!
  • গুগল সার্চ কিভাবে কাজ করে? (Crawler, Indexing, ranking system)
  • নিশ সাইটের জন্য ইনফরমেটিভ কন্টেন্ট আইডিয়া জেনারেট করবো কিভাবে?

Copyright © 2022 — w3 Solutions Center • All rights reserved.