• Skip to main content
  • Skip to primary sidebar

W3 Solutions Center

For success, choose the best.

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Robots.txt ফাইলের গুরুত্ব

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Robots.txt ফাইলের গুরুত্ব

June 11, 2011

আপনি যদি সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্ক পেতে চান তবে Robots.txt ফাইলটি আপনার সাইটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক ওয়েবসাইটেই এই ফাইলটি খুজে পাওয়া যায়না কিংবা সঠিকভাবে ফাইলটি ব্যবহার করা হয় না, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কুপ্রভাব ফেলতে পারে।

আপনার ওয়েবসাইটে যদি Robots.txt ফাইলটি না থেকে থাকে তবে যত দ্রুত সম্ভব কিভাবে তা তৈরি করতে হয় তা শিখে নিন। আর যদি ফাইলটি ইতিমধ্যেই আপনার ওয়েবসাইটে বা ব্লগে থেকে থাকে তবে এই পোস্টের টিপসগুলো দিয়ে, সেগুলো ফাইলটিকে আরও কার্যকরী করে তুলুন।

Robots.txt ফাইলটি কি এবং কেন এটি থাকা উচিৎ?

যখন সার্চ ইঞ্জিনের সার্চবট কিংবা স্পাইডারগুলো আমার ওয়েবসাইটে এসে আপনার পেজগুলোকে ইনডেক্স শুরু করে, তখন Robots.txt ফাইলটি দিক নির্দেশকের কাজ করে। এই ফাইলটি সার্চ ইঞ্জিন থেকে আগত ক্রওলার বা স্পাইডারকে জানাবে কোন পেজগুলো ইন্ডেক্স করতে হবে আর কোন পেজগুলো ইন্ডেক্স করতে হবে না। আপনার ওয়েবসাইটের পেজগুলো ইন্ডেক্স হওয়া বা না হওয়া অনেকটা এর ওপর নির্ভর করবে ।

ফাইলটি একটি সাধারণ টেক্সট ফাইল, এতে কোন বিশেষ কোডিং করা হয়নি, এটি আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরতে থাকতে হবে। উদাহরণস্বরূপ –

http://www.cnn.com/robots.txt

আমি কিভাবে Robots.txt ফাইলটি তৈরি করবো?

আমি আগেই আপনাদের বলেছি Robots.txt ফাইলটি একটি সাধারণ টেক্সট ফাইল, তাই এটি যদি আপনার ওয়েবসাইটে না থেকে থাকে তবে এটি তৈরি করার জন্য আপনার পছন্দ মত টেক্সট ইডিটর (যেমনঃ নোটপ্যাড) খুলুন।

Robots.txt ফাইলটি এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত হয়। প্রতিটি রেকর্ড একেকটি সার্চ ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় তথ্য বহন করে। প্রতিটি রেকর্ডই দু’ভাগে বিভক্ত। যেমনঃ

User-agent: googlebot
Disallow: /cgi-bin

এটি যদি Robots.txt ফাইলটিতে লিখে সেভ করা হয় তবে এটি গুগল থেকে আগত বটকে বা স্পাইডারকে আপনার ওয়েবসাইটের সবগুলো পেজ ইন্ডেক্স করার ক্ষমতা দিবে বা অনুমতি দিবে, কিন্তু এটি আপনার রুট ডিরেক্টরিতে থাকা cgi-bin ফোল্ডারের কোন ফাইলকে ইন্ডেক্স করার অনুমতি দিবে না। তার মানে cgi-bin ফোল্ডারটি গুগলবট এড়িয়ে যাবে।

এভাবে Disallow অপশন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যেকোনো নির্দিষ্ট ফোল্ডার বা ফাইলকে ইন্ডেক্স করা থেকে বিরত রাখতে পারেন। অনেক সাইটে দেখা যায় যে তারা ডুপ্লিকেট কনটেন্ট এর আশংকা থেকে রেহাই পেতে ইচ্ছে করেই আর্কাইভ ফোল্ডারগুলোকে ইন্ডেক্স করা থেকে বিরত রাখে।

আমি কোথায় সার্চ ইঞ্জিনগুলোর ইউজার এজেন্ট নাম পাবো?

আপনি এটি আপনার ওয়েবসাইটের লগ ফাইলে পেতে পারেন, তবে আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে ভালো পরিমাণে ভিজিটর আশা করেন তবে আপনার উচিৎ সব ইউজার এজেন্টকেই সমান অধিকার দেয়া। মানে সব স্পাইডারকেই আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করতে দেয়া উচিৎ। সেক্ষেত্রে আপনি “User-agent: *” লিখে দিতে পারেন। যেমনঃ

User-agent: *
Disallow: /cgi-bin

এতে সব সার্চ ইঞ্জিনই আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করবে।

যে বিষয়গুলো আপনার করা উচিৎ না

Robots.txt ফাইলে কমেন্ট ব্যবহার করবেন না, যদিও কমেন্ট ব্যবহার করার অধিকার আপনার আছে, তবুও কমেন্ট ব্যবহার করলে বিভিন্ন সার্চ ইঞ্জিন বট মিস আন্ডারস্ট্যান্ড করতে পারে। ফলে কিছুটা হলে কুপ্রভাব পরবে।

কোন লাইনের শুরুতে ফাঁকা স্থান রাখবেন না, লেখার সময় কোন অতিরিক্ত স্পেস দিবেন না।

এভাবে লিখবেন নাঃ
User-agent: *
Dis allow: /support

এভাবে লিখবেনঃ
User-agent: *
Disallow: /support

কমান্ডের নিয়ম চেঞ্জ করে ওলট-পালট করে লিখবেন না। প্রতিটি কমান্ড সঠিক নিয়মে লিখতে হবে।

এভাবে লিখবেন নাঃ
Disallow: /support
User-agent: *

এভাবে লিখবেনঃ
User-agent: *
Disallow: /support

আপনি যদি একই সাথে একাধিক ডিরেক্টরি বা পেজ সার্চ ইঞ্জিনের ইন্ডেক্স করা থেকে মুক্ত রাখতে চান তবে তা একসাথে লিখবেন না, কারণ এতে স্পাইডার বিভ্রান্ত হবে।

এভাবে লিখবেন নাঃ
User-agent: *
Disallow: /support /cgi-bin /images/

এভাবে লিখবেনঃ
User-agent: *
Disallow: /support
Disallow: /cgi-bin
Disallow: /images

একটা বিষয়ে আপনার সজাগ থাকতে হবে, ইংরেজীতে যেহেতু ছোট হাতের এবং বড় হাতের[Small Letter and Capital Letter] আছে তাই এক্ষেত্রে সজাগ থাকা আবশ্যক, যেমন ধরুন আপনার ডিরেক্টরির নাম হল “Downloads” কিন্তু আপনি Robots.txt ফাইলে লিখলেন “downloads”. এটি কিন্তু ভুল হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনাকে ডিরেক্টিরির নাম আপনি যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই Robots.txt ফাইলে লিখতে হবে।

আপনি যদি চান সকল সার্চ ইঞ্জিন আপনার সকল পেজ ইন্ডেক্স করবে তবে Robots.txt ফাইলে এভাবে লিখুনঃ

User-agent: *
Disallow:

আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের কোন ফাইলই আমি সার্চ ইঞ্জিনগুলোকে ইন্ডেক্স করতে দেবেন না তবে নিম্নলিখিত কমান্ড ব্যবহার করুনঃ

User-agent: *
Disallow: /

**Robots.txt ফাইলটি সম্পাদনা শেষ হয়ে গেলে যেকোনো এফটিপি সফটওয়ারের মাধ্যমে আপনার সাইটের হোম ডাইরেক্টরী / রূট ডাইরেক্টরীতে আপলোড করে দিন।**

Robots.txt ফাইলের উদাহরণ

আপনি যদি উদাহরণ চান তবে এগুলো দেখতে পারেনঃ

http://www.cnn.com/robots.txt
http://www.nytimes.com/robots.txt
http://www.ebay.com/robots.txt

আশা করি পোস্টটি সকলের ভালো লেগেছে। আমার লেখা সম্পর্কে আপনার ভালো লাগা-মন্দ লাগা, উপদেশ, অনুরোধ কমেন্টের মাধ্যমে জানালে খুশি হবো।

ধন্যবাদ।

Primary Sidebar

Recent Posts

  • Link text (Internal/ Outbound or Backlink)
  • 7 Most Effective Digital Marketing Channels
  • ডোমেইন এবং হোস্টিং কেনার আগে যে সব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন!
  • গুগল সার্চ কিভাবে কাজ করে? (Crawler, Indexing, ranking system)
  • নিশ সাইটের জন্য ইনফরমেটিভ কন্টেন্ট আইডিয়া জেনারেট করবো কিভাবে?

Copyright © 2022 — w3 Solutions Center • All rights reserved.